Sunday, June 21, 2020

করোনা ভাইরাস

করোনা ভাইরাস বর্তমান বিশ্বব্যাপী এক মহা আতংকের নাম। গোটা বিশ্ব আজ এ মহামারীতে আক্রান্ত। বিশ্বের কোথাও আজ কেউ নিরাপদ নয়। ভয়াবহ এ মহামারির সংক্রমনরোধে বিশ্বের সকল উন্নত চিকিৎসা ব্যবস্তা অসহায়, অনেকটা অকার্যকর প্রমানিত। বৃহৎ শক্তিধর রাস্ট্রগুলোও আজ ধরাশায়ী। অহংকারী রাস্টগুলোর কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতার দাপট আজ চুর্ন বিচুর্ন।  মহান রাব্বুল আলামীনের সৃস্ট এক অদৃশ্য ভাইরাসের আক্রমনে বিশ্বমানব জাতি বড়ই অসহায়। মুসলিম-অমুসলিম, আস্তিক-নাস্তিক, ধর্মদ্রোহী, খোদাদ্রোহী, সকলকেই দেখিয়ে দিল একমাত্র মহান রাব্বুল আলামীন বিশ্বসৃষ্টর মহান স্রস্টা, সার্বভৌম ক্ষমতার নিরংকুশ মালিক আল্লাহই সর্বশক্তিমান।       

Thursday, June 18, 2020

ইদুর বিড়াল সৃষ্টির রহস্য

হযরত নুহ (আঃ) এর কিস্তি যখন পানিতে ভাসছিল, তখন নৌকায় থাকা পশু পাখি, এবং মানুষের মলমূত্র ত্যাগের কারনে নৌকা দুর্গন্ধময় হয়ে পড়ে। হযরত নূহ (আঃ) আল্লাহর নিকটে আবেদন করলে, আল্লাহ আদেশ করলেন হে নূহ,  হাতীর চেহারায় হাত বুলান। আল্লাহ পাকের নির্দেশে হাতীর চেহারায় হাত বুলালে আল্লাহর কুদরতে হাতীর নাষিকা থেকে দুটি শূকর জন্ম নেয়। শূকর দুটি নৌকার সব মলমূত্র খেয়ে সব ছাপ করে ফেলে। এ দৃশ্য দেখে পাপিষ্ঠ ইবলীশ শূকরের চেহারায় হাত বুলালে তার নাক থেকে দুটি ইঁদুর জন্ম নেয়। নুহ (আঃ) ইবলীশকে বললেন হে ইবলীশ। কে তোকে এ নৌকায় উঠিয়েছে?? সে বলল, আপনি যখন কেনআনকে বলেছিলেন শয়তান নৌকায় উঠ  আমি তখনই নৌকায় উঠে পড়ি। আমি জানতাম, আপনি আমাকে ছাড়া আর কাউকে শয়তান বলেননি।  সুতারং তাতেই আমি নৌকায়  আরোহন করি। ইদুর দুটি  নৌকার বিভিন্ন স্থানে ছিদ্র করতে আরম্ব করলে হযরত নুহ (আঃ) আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, তার ফরিয়াদে জিবরাঈল (আঃ) এসে বললেন, আপনি বাঘের চেহারায় হাত বুলান। বাঘের চেহারায় হাত বুলাতেই তার নাক হতে দুটি বিড়াল জন্ম নেয়। তাই বিড়াল দেখতে অনেক্টা বাঘের মত। বিড়াল দুটি নৌকার সব ইঁদুর খেয়ে ফেলে। সেদিন থেকেই বিড়াল আর ইঁদুর এর সুত্রুতা চলে আসছে।