Friday, January 23, 2015

<¤>"একটি জটিল মাস'আলা"<¤>

<¤>"একটি জটিল মাস'আলা"<¤>
<¤>"পড়ার অনুরোধ রইল"<¤>
ইমামে আযম আবু হানীফা রহঃ এর নিকট একদা তাঁর কতিপয় ছাত্র একটি জটিল মাসয়ালা নিয়ে আসল এবং বলল,,,
হুজুর একটি কুকুর ও একটি বকরি মেলামেশা করার কারণে একটি বাচ্চা প্রসব করল। যার মাথার অংশ কুকুরের মত আর পিছনের অংশ বকরির মত হয়েছে।
এমতবস্থায় এই পশুর বিধান কি?
ইমামে আযম আবূ হানিফা রহঃ বললেন,,,
তোমরা একটি বাটিতে গোশত ও আরেকটি বাটিতে ঘাস নিয়ে আস। এরপর ঐ পশুকে ছেড়ে দাও, সে যদি ঘাস খায় তাহলে মাথার অংশটা বাদ দিয়ে বাকি অংশ খাওয়া জায়েয। আর যদি গোশত খায় তাহলে সম্পূর্নটা খাওয়া না জায়েয।
ছাত্ররা বলল,, হুজুর পুশুটি যদি গোশত ও ঘাস দুটাই খায়, এমতবস্থায় এর বিধান কি?
ইমাম আবূ হানিফা রহঃ বললেন,,,
একটি বেত নিয়ে এসে পশুটিকে প্রহার কর। যদি পশুটি কুকুরের মত ঘেউ ঘেউ করে তাহলে তা খাওয়া না জায়েয। আর যদি বকরির মত চিৎকার করে তাহলে মাথার অংশটা বাদ দিয়ে বাকি অংশ খাওয়া জায়েয।
এখন কথা হলো ''মাযহাব'' মানতে যাদের সমস্যা বা যারা মাযহাব মানা লাগবে না বলেন, তাদের কাছে জানতে চাই,, উপরোক্ত মাসআলার সমাধান কোন জায়গা থেকে দিবেন?
সুতরাং সহজেই বলা যায় মুজতাহিদগণ ''ইজতেহাদ'' করে আমাদেরকে মাসআলার সমাধান দিয়ে গেছেন বলেই আমরা এতো সহজে ইসলামের রীতি- নীতি পালন করতে পারি.....

Wednesday, January 21, 2015

নবীজী গায়েবের সংবাদদাতা:

নবীজী গায়েবের সংবাদদাতা:
বুখারী শরীফের بَدْءِ الْخَلْقِ শীর্ষক আলোচনায় ও মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের بَدْءِ الْخَلْقِ وَذِكْرُ الْاَنْبِيَاءِ শীর্ষক অধ্যায়ে হযরত উমর (রাদিয়াআল্লাহু আনহু) থেকে বর্নিতঃ
قَامَ فِيْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا فَاَخْبَرَنَا عَنْ بَدْءِ لْخَلْقِ حَتَّى دَخَلَ اَهْلُ الْجَنَّةِ مَنَازِ لَهُمْ وَ اَهْلُ النَّارِ مَنَازِ لَهُمْ حَفِظَ ذلِكَ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ
অর্থাৎঃ হুযুর আলাইহিস সালাম এক জায়গায় আমাদের সাথে অবস্থান করেছিলেন সেখানে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে আদি সৃষ্টির সংবাদ দিচ্ছিলেন এমন কি বেহেশতবাসী ও দোযখবাসীগণ নিজ নিজ মনযিলে বা ঠিকানায় পোঁছে যাওয়া অবধি পরিব্যাপ্ত যাবতীয় অবস্থা ও ঘটনাবলীর বর্ণনা প্রদান করেন। যিনি ওসব স্মরন রাখতে পেরেছেন তিনি তো স্মরন রেখেছেন, আর যিনি স্মরণ রাখতে পারেননি তিনি ভুলে গেছেন।
এখানে হুযুর আলাইহিস সালাম দু’ধরনের ঘটনাবলীর খবর দিয়েছেনঃ
১) বিশ্ব সৃষ্টির সূচনা কিভাবে হলো এবং
২) এর সমাপ্তি কিভাবে হবে।
অর্থাৎ রোযে আযল (সৃষ্টির ঊষালগ্ন) থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক অণু-পরমাণুর পুঙ্খাণুপুঙ্খরূপে বর্ননা দিয়েছেন।
সুবাহানাল্লাহ।।।।।