>>অনেকে মনে করে থাকেন বছরে দুই ঈদ
ছাড়া অন্য কোনো ঈদ নেই।সুতারাং ঈদ মিলাদুন্নবী বলতে কোনো ঈদ
ইসলামে নেই।তাদের এ ধারণাটা সম্পূর্ণ ভূল।
ইবনে মাজা শরীফে রয়েছে হযরত
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ হতে বর্ণিত হুযুর আকরাম
সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেনঃ
"জুমার দিন ঈদের দিন যা আল্লাহপাক মুসলিম
মিল্লাতের জন্য দান করেছেন।
সুতারাং যে ব্যক্তি জুমার
নামাযে আসবে সে যেন
গোসল করে নেয় এবং যার
কাছে সুগন্ধি দ্রব্য থাকলে যেন লাগিয়ে নেয় এবং তোমরা মিসওয়াক অবশ্যই করে নাও।"
{সূত্র ইবনে মাজাহ,হাদীস নং১০৯৮, তাবরানী হাদীস নং৭৩৫৫}
>>জুমার দিনকে শ্রেষ্ঠ দিন
করা হয়েছে এ জন্য
যে,এই দিনে হযরত আদম (আঃ)
কে পয়দা করা হয়েছিল।এবং এই দিনেই ওনার ইনতিকাল হয়।এখন হযরত আদম (আঃ) এর
আগমনে যদি জুমার দিন এর এত গুরুত্ব হয়,তাহলে আমাদের নবীর দুনিয়ায় শুভাগমনের দিন
এবং ঐ তারিখের এর গুরুত্ব কতটুকু হবে একবার মন
দিয়ে চিন্তা করলেই বুঝা যাবে। আর এই তারিখে খুশি উদযাপন অর্থাত্ ঈদ পালন করলে স্বয়ং আল্লাহপাক খুশি হবেন।
এতে কোনো শিরক, বিদআত হবেনা।
No comments:
Post a Comment